collected images

Discover Best collected Images of World

#food #travel #sports #news #may #wednesday

Online এ কেন সস্তা আশাকরি বুঝলে| নিজে মেম্বার হও, original product কেনো, সাথে ভালো রোজগার ও করো| call- 9641523293 #collected from ananya mam's fb wall

5/1/2024, 11:55:22 AM

১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা.. কিন্তু সেই রুপ আর নাই.... সব পরীক্ষায় নকল করে পাস করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার..... ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে... অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ... ৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে.... ১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে... ৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হচ্ছে.... ৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে.... ৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একেরপর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে... ১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনো বন্ধুত্ব হীনতায় ভুগছে.... কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভূল। সময় সময়ের মতো করে শোধ টা নিয়ে নেয়... এত অহংকার কিসের আমাদের..? জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে, শেষ গোসল টা ও হবে অন্যজনেরই হাতে.... #collected

5/1/2024, 11:40:19 AM

মধ্যবিত্তদের কিছু মনের দুঃখের কথা। ১) বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি। এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ। ২) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়। ** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। বাংলাদেশে কোন ক্রাইটেরিয়াতে দারিদ্রতা সঙ্গায়িত হয় ? আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে? #Collected

5/1/2024, 11:38:36 AM

এই গরমেও খরচ বাঁচানোর পদ্ধতি এই গরমে বাইরে বেরোলে যারা লুচি ভাজা হয়ে যাচ্ছেন, যারা বেডরুমে, রান্নাঘরে, কমোডের তলায় এসি লাগিয়েছেন আর আকাশছোঁয়া বিদ্যুতের বিল গুনছেন, তাদের উদ্যেশ্যে বলছি, আমি কিন্তু এই প্রচন্ড দাবদাহে গ্যাসের খরচ বাঁচাচ্ছি। বাঁচানো গ্যাসের খরচ দিয়ে অতিরিক্ত কারেন্টের বিল পে করছি। আশ্চর্য হয়ে গেলেন? তাহলে খুলে বলি। বেলা 10 টার সময় হাঁড়িতে চাল জল মিশিয়ে ঢাকা দিয়ে ছাদে রেখে আসছি। একটার সময় নামিয়ে আনছি। তিন ঘন্টায় ভাত রেডি। ডাল প্রেসারে দিয়ে ছাদে দিলে দুই ঘণ্টার মধ্যে হয়ে যাচ্ছে। যদিও সিটি পড়ছে না, কিন্তু ওই ভাপে ভাপে হয়ে যাচ্ছে। শুধু তরকারি আর মাছভাজা করার জন্য গ্যাস ব্যবহার করছি। আসলে খুন্তি দিয়ে নাড়ার ব্যাপার আছে তো। ছাদে গিয়ে খুন্তি নাড়তে গেলে মাছ ভাজার আগে আমি/বউ ফ্রাই হয়ে যাব। তবে ভাপা ইলিশ বা ভাপা কাতলা মাছ দারুন হচ্ছে। ননস্টিক কড়াইয়ে তেল, মশলা ইত্যাদি দিয়ে ঘন্টা দেড়েক রেখে দিলে মাছ ভাপা রেডি। তবে ফ্রিজে অনেক কারেন্ট খেয়ে নিচ্ছে। ছোট একটা ফ্রিজ ছিল বাড়িতে। এবার গরমে হাতির সাইজের একখানা ফ্রিজ কিনতে হয়েছে। ছোট ফ্রিজটাকে বড় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। সবকিছু এখন বেশ ঠান্ডা থাকছে। যদিও ডাবল ফ্রিজের বিল গুনতে হচ্ছে। তা হোক, গ্যাসের খরচ তো অনেক বেঁচে যাচ্ছে। ভাত বেশি হলে থালায় ছিটিয়ে আবার ছাদে রেখে আসছি। বিকেলের মধ্যে আবার চাল হয়ে যাচ্ছে। আয়রনও হয়ে যাচ্ছে ইলেকট্রিক ছাড়া। দুটো কিনেছি। দশ মিনিট অল্টারনেটিভ করে ছাদে রেখে আসছি। সমস্যা হয়েছে আমার। বারবার ছাদ আর নীচ করতে গিয়ে হাঁটুর ব্যাথা বেড়ে গেছে। #collected

5/1/2024, 11:38:00 AM

ভুল এবং ফুল টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!' ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।' বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।' 'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার ! কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না ! মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।' বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।' কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।' অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।' হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।' এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।' কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না! যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না! পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না! তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি। #collected

5/1/2024, 11:10:01 AM

মহান মে দিবসে, সবাইকে সালাম ও শুভেচ্ছা। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সত্যের!! #sanaulhaquelablu #collected #romankawser #usa

5/1/2024, 11:07:59 AM

কি ভাবছেন কতো বড় হতে পারে শিশুটি, কেবলমাত্র প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এই বাচ্চাটি। যার বয়স মাত্র ছয়-এ পা রাখলো। যে হয়তো বেচে থাকার সময় ধর্ষণ শব্দটি কোনদিনও শুনে নাই!😔 কিন্তু কি ভাগ্য তার দেখুন অজান্তেই মানুষ রুপি কিছু জানোয়ার তাকে ধর্ষণ করে। শুধু ধর্ষণই না ধর্ষনের পর বাচ্চাটাকে মেরেও ফেলে দেয়!😡 যেই সময়ে বাচ্চাটিকে তার বাবা, মা কোলে করে মাথায় করে আদর করতো, চকলেট কিনে দিতো আর ওই একই সময়ে জানোয়ার-বাচ্চা গুলো বাচ্চাটিকে ধর্ষণ করে মেরে ফেলল!😭 কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓 যে দেশে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়,সেই দেশে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়ে দাও সেটাই ভালো!😭🤲 #collected

5/1/2024, 10:19:50 AM

মুকুটটাতো পরেই আছে রাজাই শুধুই নেই,,, ১০৫ তম জন্মদিনের জানাই অনেক অনেক শ্রদ্ধার্ঘ্য 🙏🙏🙏🙏🙏🙏🙏 ভালো থাকুন অমৃতলোকে 🙏🙏🙏🙏🙏 #everyonehighlightsfollowers #highlightseveryone #everyone #collected Debalina Debnath Everyone

5/1/2024, 10:06:21 AM

Nature's dance . . #collected

5/1/2024, 9:25:07 AM

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেননিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না! আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! স্রষ্টাকে স্মরণ করুন! পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন! নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন! চমৎকার একটা কথা আছে জানেনতো? - Don't count the days, make the days count!! 😊 হ্যাপ্পি লাইফিং..... একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। #collected

5/1/2024, 9:03:19 AM

আজ রামকৃষ্ণ মিশনের ১২৮ তম শুভ প্রতিষ্ঠা দিবস,, ১৮৯৭ সালের ১লা মে আজকের দিনে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন ! #everyonehighlightsfollowers #highlightseveryone #everyone #collected Debalina Debnath Everyone @highlight

5/1/2024, 8:55:51 AM

🕋 মাশাআল্লাহ 🕋🤲 🌺 #collected

5/1/2024, 8:34:22 AM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

5/1/2024, 8:24:30 AM

📌আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না। আপনার সুখ দেখেও অন্যরা কষ্ট পেতে পারে। তারা হিংসা করতে পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়। আর এটা বর্তমানে আমাদের সমাজ, পরিবার, কর্মক্ষেত্রসহ মোটামুটি সর্বত্রই বিরাজমান! বদনজর এমন একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩] তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮] তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি] বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏ কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত। হাদিস নম্বরঃ ২০৫৯ #collected

5/1/2024, 7:52:41 AM

যোগী আদিত্যনাথের ঔষধ #Video #collected#

5/1/2024, 7:16:20 AM

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেননিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না! আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! স্রষ্টাকে স্মরণ করুন! পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন! নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন! চমৎকার একটা কথা আছে জানেনতো? - Don't count the days, make the days count!! ^_^ হ্যাপ্পি লাইফিং..... একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। #collected

5/1/2024, 6:19:52 AM

আপনার /আমার মাথাপিছু আয়ের থেকে এই গুয়ের দাম বেশি! এটিই এপর্যন্ত ফসিল হিসেবে পাওয়া সবচেয়ে বৃহৎ আকৃতির মানব-পুরীষ। ভদ্র শব্দটি বোঝেননি তো? মল। গু। পুপ। 😂 নবম শতকের জনৈক অসুস্থ ভাইকিং-এর পুপ এটা। এবং এটি দুনিয়ার সবচেয়ে দামী গু। মুল্য— ৩৯,০০০ মার্কিন ডলার। আপনি কিনতে চাইলে— ৪২,৯০,০০০ টাকা। এই দুর্লভ দলাটির দৈর্ঘ্য— ৮ ইঞ্চি, ব্যাস— ২ ইঞ্চি। ১২০০ বছর বয়সী এই মলদণ্ডটি মানবেতিহাসের এযাবৎ সবচেয়ে পুরনো মলদণ্ড। এর অফিসিয়াল নাম— লয়েডস ব্যাংক কপ্রোলাইট (Lloyds Bank Coprolite). কপ্রোলাইট, আরেকখানা ভদ্র শব্দ, অর্থ— ফসিল-গু। ১৯৭২ সালে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের ইয়র্কে, লয়েডস ব্যাংকের টিএসবি শাখা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে এই মহামূল্যবান পটিখণ্ডটির সন্ধান পায় শ্রমিকরা..😵 #collected post

5/1/2024, 6:19:35 AM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

5/1/2024, 6:16:26 AM

শ্রম ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রেরণার বাতিঘর আন্তর্জাতিক শ্রমিক দিবস। অগণন শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার সুরক্ষার দাবিতে এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়াজ ওঠে। সভা, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা মানববন্ধনের হিড়িক পড়ে যায়। সবার দাবির মূল প্রতিপাদ্য হচ্ছে, শ্রমিকের নায্য পারিশ্রমিক নিশ্চিত এবং তাদের প্রতি চলা অবিচার বন্ধ করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নানাবিধ শ্রম আইন করেও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। এসব অনাচার অবিচার দূরীকরণে ইসলামী জীবনবিধান অনুসরণের বিকল্প নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসাবে পৃথিবীর সব খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করেছে। শ্রমজীবী ও মেহনতি মানুষের যাবতীয় সমস্যার সঠিক, ন্যায়ানুগ, যুক্তি ও বাস্তবসম্মত সমাধান দিয়েছে। বিশ্বনবী (সা.) নিজ হাতে উপার্জন করে খেতেন এবং এতেই খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তিনি বলেছেন, যারা সৎ পথে জীবিকা নির্বাহ করে তারা আল্লাহর প্রিয়। মহানবী (সা.) ছিলেন শ্রমিকবান্ধব অতুলনীয় ব্যক্তিত্ব। বিদায় হজের ভাষণে তিনি বলেছেন ‘তোমাদের অধীনস্তদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরও তা পরাবে’। (মুসলিম, তিরমিজি) নবীজি (সা.) খেটে খাওয়া শ্রমজীবীকে ভীষণ ভালোবাসতেন। তিনি হজরত বেলাল (রা.)-কে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছিলেন। অথচ ইসলাম পূর্ব যুগে হাবশী গোলাম বেলালের কোনো সামাজিক মর্যাদা ছিল না। ইসলাম বেলাল (রা.)-কে সর্বোচ্চ সম্মান দিয়েছে। হজরত আনাস (রা.) বলেন, আমি দশ বছর নবীজি (সা.)-এর খেদমত করেছি। অথচ দীর্ঘ এ সময়ে তিনি কখনো আমাকে ধমক দেননি। তিনি খেতে বসলে। আমাকে সঙ্গে নিয়েই খেতেন। একই প্লেটে খেতাম আমরা। শ্রমিককে ভালোবাসা এবং তার অধিকার প্রতিষ্ঠায় এমন অসংখ্য দৃষ্টান্ত বিশ্বনবীর (সা.) জীবনে রয়েছে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী (সা.) সোচ্চার ছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, "তোমরা ঘাম শুকানোর আগে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও।" (ইবনে মাজাহ- ২৪৪৩) শ্রমিক ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ ও তাদের নির্যাতনের ব্যাপারে তিনি কঠোর ধমক দিয়েছেন। ইবনে মাজাহে বর্ণিত একটি হাদিসে হযরত আবু বকর (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ক্ষমতার বলে অধীনস্থ চাকর-চাকরানি বা দাস-দাসীর প্রতি মন্দ আচরণকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, কেউ তার অধীন ব্যক্তিকে অন্যায়ভাবে এক দোররা মারলেও কেয়ামতের দিন তার থেকে এর বদলা নেওয়া হবে। #Collected

5/1/2024, 6:00:30 AM

আন্দোলনের ডাক দিলেন মিচেল স্টার্ক! ২০২৪ আইপিএলে ব্যাটসম্যানদের অত্যাচার থেকে রেহাই পেতে সিরাজ, নরকিয়া, রাবাদাদের নিয়ে কঠিন আন্দোলনের ডাক দিলেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক বলেন, এটা এমন একটা আইপিএল যেখানে বোলারদের কোন মানসম্মান নাই, গলির ক্রিকেট থেকে উঠে আসা ছেলেটাও ৩,৪ টা ছক্কা মেরে মঞ্চ গরম করে ফেলে, যেখানে সারাবিশ্ব কন্টোল করি আমরা সেখানে আইপিএল আমাদের বিন্দু মাত্র ইজ্জত দিচ্ছে না, তাই বাধ্য হয়েই আজ আমরা রাজ পথে। মিচেল স্টার্ক 🗣️ #collected

5/1/2024, 5:59:03 AM

এক বাবা দেখলেন তার ১১ বছরের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাবা তার মাথায় হাত দিয়ে তাকে জিজ্ঞেস করলেন- "কি ব্যাপার, বাছা?" ছেলেটা উত্তর দিল- "আমার ধনী সহপাঠীরা কথায় কথায় আমাকে উপহাস করে। আমাকে মালীর ছেলে বলে ডাকে। ওরা বলে যে আমার বাবা মানুষের জন্য গাছপালা জল দেওয়া এবং ফুল ফুটিয়ে উপার্জিত টাকা দিয়েই বেঁচে থাকে।" বাবা এক মুহূর্ত থেমে গেলেন, তারপর বললেন- "আমার সাথে এসো,বাবা, কিছু ফুল গাছ লাগাই। এতে হয়তো তোমার মনের দুঃখ কাটবে। এটা তোমাকে আনন্দিত করবে।" তিনি ছেলেটির হাত ধরে তাকে বাগানে নিয়ে গেলেন, তারপর দুটি ফুলের চারা বের করলেন এবং বললেন- "এসো,একটা পরীক্ষা করা যাক। আমরা আলাদাভাবে দুটি ফুল চারা লাগাব। আমি একটির যত্ন নেব, আর তুমি অন্যটির যত্ন নেবে। আমি লেকের পরিষ্কার জল দিয়ে খানিক জল দেব কিন্তু তুমি পুকুরের নোংরা জল দিয়ে চারা গাছে জল দেবে। আমরা আগামী সপ্তাহগুলিতে ফলাফল দেখতে পাব" ফুলের চারা রোপণে বাবার সাথে যোগ দেওয়ায় ছেলে ও আনন্দিত হল। তারা যথাক্রমে তাদের যত্ন নিয়েছে এবং তাদের বেড়ে উঠতে দেখেছে।তবে ছেলেটি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। পরে বাবা তার ছেলেকে বাগানে নিয়ে এসে বললেন। "দুটি ফুলের দিকে তাকাও এবং আমাকে তোমার পর্যবেক্ষণ বলো"। ছেলেটি সাড়া দিল। "আমার ফুল তোমার চেয়ে ভাল এবং স্বাস্থ্যকর দেখাচ্ছে।তুমি পরিষ্কার জল ব্যবহার করলেও তোমার ফুলের চারাটি তেমন বড় হয়নি বা ফুলগুলোও সুন্দর নয়। এটা কিভাবে সম্ভব?" বাবা হাসলেন, তারপর বললেন- "এর কারণ হল নোংরা জল একটি গাছের বৃদ্ধি বন্ধ করে না, বরং এটি বৃদ্ধিতে সাহায্য করার জন্য এটি জৈব সার হিসাবে কাজ করে।দেখো বাবা, কিছু মানুষ আছে যারা তোমাকে জীবনে নামিয়ে দেয়, তোমার স্বপ্ন নিয়ে উপহাস করে, তোমার গায়ে ময়লা ফেলে। সর্বদা মনে রাখবে যে দরিদ্র ঘরে জন্মানোটা কোন অপরাধ নয়।বরং রসদ ও সুযোগ সুবিধা পেলে দরিদ্র ঘর থেকে ও সফল ছেলে মেয়ে তৈরী হতে পারে। সুতরাং, লোকেদের কঠোর,নির্মম শব্দগুলিকে একেবারেই পাত্তা দেবেনা বরং নিজের গতিতে নিজের কাজ করে যাবে। আর তা করলে হাজারো নেতিবাচক কথা এবং কঠোর,নির্দয় কথার মত নোংরা তোমার বৃদ্ধি আটকে রাখতে পারবে না বরং তুমি গাছের মতোই বড় এবং বলিষ্ঠ হয়ে উঠবে। #collected

5/1/2024, 5:46:32 AM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

5/1/2024, 5:44:54 AM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected

5/1/2024, 5:44:37 AM

In this world 🌎 everyone has atleast one person who will always be with the person forever ♾️ ...They have seen you laughing, crying and they don't feel any competition or jealousy for you ,,,That person is actually you ...so leave everyone else but...how long will you be your enemy!???🙃 . . . #collected #selflove

5/1/2024, 5:26:36 AM

#collected

5/1/2024, 5:13:42 AM

#Soulland #donghua_anime #collected

5/1/2024, 4:55:57 AM

#রাগনিয়ন্ত্রণ ছোট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন। একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে,ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে। কারণ,সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমষ সে উপলব্ধি করছিল,তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে। আরও ভাবল,কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা। বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি। পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর। #Collected

5/1/2024, 3:47:37 AM

Don’t miss it! The Warehouse is open this Wednesday, May 1, to shop our inventory before it hits the store! 🛋️ With volume pricing and a few special discounts on select pieces, you won’t want to miss this chance to browse sofas, chairs, consoles and more. Wednesday only from 11–4p at the Warehouse: 1205 N. Dixie Ave, Suite 104 in Elizabethtown.

5/1/2024, 1:11:44 AM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

4/30/2024, 11:52:52 PM

আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু,আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না। #collected

4/30/2024, 10:26:33 PM

These need a shining moment of their own. Debated on keeping these but I decided they were too pretty to not share with someone else! But quite honestly I’m obsessed with these beautiful curtain rod holders! #vintage #vintageshop #thrift #thriftyfinds #roses #collected #collectedhome #thriftedhome #vintagedecor #vintagefinds #vintagelove #shopmyfeed #curated #curatedhome

4/30/2024, 10:13:26 PM

কি ভাবছেন কতো বড় হতে পারে শিশুটি, কেবলমাত্র প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এই বাচ্চাটি। যার বয়স মাত্র ছয়-এ পা রাখলো। যে হয়তো বেচে থাকার সময় ধর্ষণ শব্দটি কোনদিনও শুনে নাই!😔 কিন্তু কি ভাগ্য তার দেখুন অজান্তেই মানুষ রুপি কিছু জানোয়ার তাকে ধর্ষণ করে। শুধু ধর্ষণই না ধর্ষনের পর বাচ্চাটাকে মেরেও ফেলে দেয়!😡 যেই সময়ে বাচ্চাটিকে তার বাবা, মা কোলে করে মাথায় করে আদর করতো, চকলেট কিনে দিতো আর ওই একই সময়ে জানোয়ার-বাচ্চা গুলো বাচ্চাটিকে ধর্ষণ করে মেরে ফেলল!😭 কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓 যে দেশে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়,সেই দেশে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়ে দাও সেটাই ভালো!😭🤲 #collected

4/30/2024, 10:03:26 PM

April Showers Bring May Flowers - This and more coming to your feed on Wednesday, May 1st @ 8:00 pm est! Maybe my favorite drop so far! 🌷💐💕 #vintage #vintageshop #thrift #thrifting #thriftfinds #thrifty #curated #curatedvintage #curatedhome #collected #collectedhome #vintagehome #vintagedecor #vintagestyle #shopsmall #shopmyfeed

4/30/2024, 9:48:03 PM

💥স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন। ♦️আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। ♦️এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে। জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । ♦️মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!! ✍️কি করতে হবে ? স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে। #Collected -ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ #followers

4/30/2024, 9:13:40 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

4/30/2024, 9:06:25 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

4/30/2024, 8:42:56 PM

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফিরে আসেনা। প্ল্যান করতে হয়। ট্যুর পোস্টপোন করতে হয়। মিটিং ক্যান্সেল করতে হয়। সবকিছু ছেড়েছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো, সেদিন আমায় বলতে এসো " Accept me as I am". মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না। অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে। তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে। অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘস্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত! #collected তবে আমার মনের কথা

4/30/2024, 8:12:12 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta #PicForAttention

4/30/2024, 7:55:04 PM

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেননিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না! আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! স্রষ্টাকে স্মরণ করুন! পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন! নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন! চমৎকার একটা কথা আছে জানেনতো? - Don't count the days, make the days count!! ^_^ হ্যাপ্পি লাইফিং..... একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। #collected

4/30/2024, 7:50:56 PM

স্বামী বিবেকানন্দের জননী শ্রীমতী ভুবনেশ্বরী দত্ত ১৯১১ সালে ২৫শে জুলাই মহাসমাধি লাভ করেন। এই রত্নগর্ভা মহিয়সী নারী ভুবনেশ্বরী দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম। ১৮৪১ সালে অভিজাত পরিবারে জন্ম। ছেলেবলায় মেমের কাছে ইংরাজি শিখেছিলেন। শিশু নরেন জননীর কাছেই প্রথম ইংরাজির পাঠ নেন। পরবর্তী কালে বিবেকানন্দর বিদেশি ভক্তদের সঙ্গে ইংরাজি তে কথাও বলেছেন। চরিত্রগুণে ছিলেন মহীয়সী। আর আক্ষরিক অর্থেই ছিলেন সর্বংসহা। এত সহ্যশক্তির পরীক্ষা ঈশ্বর আর কারোর কাছে নিয়েছেন কিনা জানিনা। আদরে ও ঐশ্বর্যে লালিত বাবা মার একমাত্র সন্তান ভুবনেশ্বরীর সারা জীবন শুধু দুঃখের কাহিনী। দশ বছর বয়সে বিয়ে। ছটি কন্যা ও চার পুত্রের জননী। অতি অল্প বয়সে বৈধব্য। অপরিসীম অভাব। তারপর কখনো আদরের কন্যাদের আত্মহনন, প্রাণাধিক প্রিয় সন্তানের সন্ন্যাসী হয়ে যাওয়া। শরিকি মামলায় বিপর্যস্ত হয়ে স্বামীর ভিটে থেকে বিতাড়ন এবং প্রায় কপর্দকশূন্য হয়ে পড়া। দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। মধ্যমপুত্র মহেন্দ্রনাথ নিখোঁজ, কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ ইংরেজের বিরুদ্ধাচার করে জেলে এবং শেষ অব্দি মায়ের শেষ সম্বল গয়নাগুলো বেচে মার্কিন দেশে যাত্রা। এতকিছু নীরবে সহ্য করে নিঃসহায় অবস্থায় বিধবা মায়ের আশ্রয়ে জীবনের বাকী দিনগুলো কাটান। ১৯১১। সালের ২৫ শে জুলাই মেনিনজাইটিস রোগে মৃত্যু। শেষকৃত্যে শ্মশানে উপস্থিত ছিলেন মেজছেলে মহেন্দ্রনাথ ও সিস্টার নিবেদিতা। কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ তখন আমেরিকায় নির্বাসিতের জীবন যাপন করছেন। আর বিশ্ববন্দিত সন্ন্যাসীপুত্র বিবেকানন্দ ন'বছর আগেই মহাসমাধিতে মগ্ন। নির্মম দারিদ্র্য, বিচ্ছেদ, আত্মীয়দের অপমান ও পুত্রকন্যা র অকালমৃত্যুতে শোকজর্জরিত বিবেকানন্দজননীর এই হৃদয়বিদারক ছবিটি ছেপেছিলেন ব্রহ্মানন্দ উপাধ্যায়, সন ১৩১৪ র বৈশাখ সংখ্যায়, স্বরাজ পত্রিকায়। ক্যাপশনে লেখা হয় -- "আমরা নরেন্দ্রর মাতার চিত্র দিলাম। নরেন্দ্রর মাতা রত্নগর্ভা।.... আহা- মায়ের ছবিখানি দেখ---দেখিলে বুঝিতে পারিবে যে নরেন্দ্র মায়ের ছেলে বটে---আর মাতা ছেলের মা বটে" . (সংগৃহীত) #collected

4/30/2024, 7:49:30 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta

4/30/2024, 7:45:23 PM

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। ছোট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন। একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে,ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে। কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমষ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে। আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা। বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি। পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর। #collected

4/30/2024, 7:43:41 PM

অন্যের ধর্মের প্রতি না জেনে এমন মনগড়া বক্তব্য দিয়ে মনে করবেন না মার্কেট পাবেন। বরংচ নিজের ধর্মের মান কমে যাবে সেটা খেয়াল রাখবেন। দয়া করে গৌতম বুদ্ধের জীবনী/ ইতিহাস পড়ে দেখেন। তার বক্তব্য দেন কোন সমস্যা নেই। বি:কমেন্ট বক্সে মজা আছে #collected

4/30/2024, 7:42:11 PM

কেউ একজন থাকুক !! যে রোজ নিয়ম করে আমার প্রেমে পড়বে, আমায় ভালোবাসবে। এলোমেলো তেল দেওয়া চুল, ফ্যাকাশে মুখ, লেপ্টে যাওয়া কাজল কিংবা প্রসাধনীহীন চেহারা দেখেই যে মুগ্ধ হবে। নীল শাড়ীর সাথে রেশমি চুরি আর খোঁপায় কাঠগোলাপ গুঁজে যাকে মুগ্ধ করতে হবে না।অগোছালো, অপরিপাটি হয়েই যার সামনে যাওয়া যাবে। কেউ একজন থাকুক যে খিলখিল করা হাসিতে যেমন মুগ্ধ হবে তেমনি ফ্যাচফ্যাচ করে নাক টেনে কাঁদলেও কোনো অভিযোগ করবে না। কেউ একজন থাকুক না যে রোজ নিয়ম করে আমায় নিয়ে অনুভূতির অভিধান লিখবে।নব্বই দশকের প্রেমিকের মতো মাঝে মাঝে চিঠি লিখবে। কেউ একজন থাকুক যে কন্ঠস্বর শুনেই বুঝে ফেলবে আমি ভালো নেই। কেউ একজন থাকুক যাকে দেখিয়ে আমি বলতে পারবো, নিয়ম করে অগোছালো আমিটাকে যে মানুষটা রোজ ভালোবেসে যায় এই ছেলেটাই আমার প্রেমিক। আমার একান্ত প্রেমিক পুরুষ !! ❤ লেখা : আয়শা তাজনীন 📸 পিন্টারেস্ #collected

4/30/2024, 7:38:10 PM

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন। আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে। জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!! কি করতে হবে ? স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে। ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ #collected উদ্ভাস প্লাস নার্সিং ভর্তি কোচিং

4/30/2024, 7:34:18 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #doladatta 😁😁😜

4/30/2024, 7:30:21 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #Collected_Post #collected

4/30/2024, 7:16:06 PM

"আল্লাহ হেফাজত করুন" ৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। #collected Everyone

4/30/2024, 7:14:33 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! #collected #tithiroy #womenpower

4/30/2024, 7:08:25 PM

কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓 যে দেশে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়,সেই দেশে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়ে দাও সেটাই ভালো!😭🤲 #collected

4/30/2024, 7:04:00 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected

4/30/2024, 6:41:28 PM

Excited to show you more! The Concord Victorian Sheepskin @kindgoodsmaynard Pillow @luluandgeorgia @sarahshermansamuel Blinds @pearlrivermart Stool @etsy Interiors and styling @amodio_design 📷 @arikellerman #interiors #interiordesign #interiordesigner #vintage #victorian #collected #curated #mix #amodiodesign #wallpaper #cozy #concord #newengland #design #designer #laidback #takeiteasy #ilovedesign #trust #grateful #createbeauty #livebeautiful #calledtobecreative #homedecor #oldhouse #interiorstyling #eclectic #homeinspo #nook #inventorofthenecessary

4/30/2024, 6:33:06 PM

এমন সেতু, আরো চাই, কাঁড়ি কাঁড়ি টাকা পাই! #collected #sanaulhaquelablu #Bangladesh

4/30/2024, 6:31:04 PM

নারীর কেন প্রয়োজন স্বামীর????🤨 মনোচিকিৎসক এর চেম্বারে, অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???😒 মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই।কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?🙂? নিশ্চয়ই নিজেকে না??!!😏😏 মহিলা: কখনো ই না!!😎 মনোচিকিৎসক:হ্যা ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার।যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!😁 দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার🫣🥴!! #collected #doladatta

4/30/2024, 6:17:04 PM

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেননিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না! আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! স্রষ্টাকে স্মরণ করুন! পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন! নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন! চমৎকার একটা কথা আছে জানেনতো? - Don't count the days, make the days count!! ^_^ হ্যাপ্পি লাইফিং..... একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। #collected

4/30/2024, 5:54:06 PM

Share this with Someone in need of a little Motivation and Empowerment today. Dr Arlene Wright · Best-selling author of ‘Living a Life of Bliss’ · Creator & Host of Life Mastery online course · Certified Life, Health and Neuro-Transformational Results Coach – DM or email [email protected] for Personalized Coaching · Orthodontist and High-performing Entrepreneur for over +20 years ----- #COLLECTED #LifeOnPurpose #TipOfTheDay #PlainAndSimple #GentleReminders #lifemastery #livingalifeofbliss #entrepreneurlifestyle #entrepreneurmindset #entrepreneurlife ⁠⁠⁠ #createyourlife#FemaleBusinessOwner#FemaleEntrepreneur#HighAchievers#WomenInBusiness#RisingFemaleEntrepreneurs #successgoals #findinyourbliss #RisingEntrepreneurs

4/30/2024, 5:39:06 PM

A soulful home that keeps me grateful for everyday moments. I love them and keep them on repeat. In the pot Sausage Kale Tortellini soup borrowed recipe from @lyke_minded. Pure goodness here! #home #cornerofmyhome #eat #pray #love #create #collected #vintage #antique #ranchhouse #handpainted #handmade #homecooking #intentionalliving #milkandhoney #pureandsimple #pursuepretty

4/30/2024, 5:38:00 PM

কি ভাবছেন কতো বড় হতে পারে শিশুটি, কেবলমাত্র প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এই বাচ্চাটি। যার বয়স মাত্র ছয়-এ পা রাখলো। যে হয়তো বেচে থাকার সময় ধর্ষণ শব্দটি কোনদিনও শুনে নাই!😔 কিন্তু কি ভাগ্য তার দেখুন অজান্তেই মানুষ রুপি কিছু জানোয়ার তাকে ধর্ষণ করে। শুধু ধর্ষণই না ধর্ষনের পর বাচ্চাটাকে মেরেও ফেলে দেয়!😡 যেই সময়ে বাচ্চাটিকে তার বাবা, মা কোলে করে মাথায় করে আদর করতো, চকলেট কিনে দিতো আর ওই একই সময়ে জানোয়ার-বাচ্চা গুলো বাচ্চাটিকে ধর্ষণ করে মেরে ফেলল!😭 কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓 যে দেশে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়,সেই দেশে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়ে দাও সেটাই ভালো!😭🤲 #collected

4/30/2024, 5:33:38 PM

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে? মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম। শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ ! ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই - মহিলাঃ এটা কি হলো ? ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য। মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন। শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে। মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো। শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না। এবার গল্পের শেষ... মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা - "বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।" এবার শেষে... মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।" শেষ শিক্ষাঃ নারীশক্তি হইতে সাবধান...! 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🥰 #collected #copied #soniadas

4/30/2024, 5:16:55 PM

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেননিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না! আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! স্রষ্টাকে স্মরণ করুন! পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন! নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন! চমৎকার একটা কথা আছে জানেনতো? - Don't count the days, make the days count!! ^_^ হ্যাপ্পি লাইফিং..... একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। #collected

4/30/2024, 5:09:09 PM

The Spring Collection goes live this Tuesday, April 30th. This is the most fun I’ve had with a collection to date. Blue has been my favorite color since I was little, so sticking to this simple palette felt very much like me. If you like what you see, I’d so appreciate you helping me get the word out about this collection. Sharing, commenting, and saving posts help artists reach a bigger audience and we’re always incredibly grateful when you choose to support our small businesses (in any way). 💙

4/27/2024, 7:56:02 PM