humayunazad images

Discover Best humayunazad Images of World

#food #travel #sports #news #may #tuesday

❝মোল্লারা পবিত্র ধর্মকেই নষ্ট করে ফেলেছে; ওরা হাতে রাষ্ট্র পেলে তাকে জাহান্নাম করে তুলবে।❞ ......…........... অধ্যাপক হুমায়ুন আজাদ জন্মদিনে আপনাকে বিনম্র শ্রদ্ধা স্যার। আমার বিক্রমপুর জেলা আপনার মত গুনীজন পেয়ে ধন্য ♥️ #humayunazad #secular #secularism #secularbangladesh #bangla #bangladesh #legend #bikramaditya #bikrampur

4/28/2024, 9:57:59 AM

Today is the birthday of Humayun Azad. He was a Bangladeshi atheist and poet and novelist. Tribute to him. follow us : @rationalthinkersorg . . #HumayunAzad #Bangladeshiatheist #RationalThinkers #Rationalist #Bangladeshirationalist #Atlanta #intellectual

4/28/2024, 9:20:31 AM

❝তোমরা যতবার পশু হবে আমি ততবারই মানুষ হয়ে জন্ম নেবো...❞ —হুমায়ুন আজাদ ৭৭তম জন্মদিনে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানাই, প্রিয় শিক্ষক... 🌼🌸🌿 #humayunazad #DhakaUniversity #bengaliwriters @highlight

4/28/2024, 8:59:09 AM

হুট করে মন চাইল মিষ্টি বানাতে। বানিয়ে ফেললাম মিষ্টি। প্রথম বার বানিয়েছি, কিন্তু ব্যাপক মজা হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি।😅 অফিসের পাশেই বেঙ্গল বই। কি মনে করে সেদিন গিয়ে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ বইটা কিনে ফেলেছি। কেউ পড়েছেন বইটা? কেমন লেগেছে? #bookcover #bookstagramfeature #bookstagram #bookphotography #banglaliterature #banglabooks #literature #mynameisred #orhanpamuk #humayunazad #Bangladesh

2/3/2024, 12:30:37 PM

*টিনের চালে বৃষ্টির শব্দ* আমার মাঝে মাঝে ঘুম আসে না। শরীর খুব ঘুমোতে চাই। চোখ খুব ঘুমোতে চাই। হাত-পা খুব ঘুমোতে চাই। আমার আঙ্গুল চুল রগ আর রক্ত ঘুমিয়ে পড়তে চাই কাদার মত। কিন্তু যেই ঘুমোতে যাই, শুয়ে পড়ি বিছানায়, বাতি নিভিয়ে দিই, অমনি আমার ভেতর হামলা করে ঘুমের শত্রুরা। মাথার ভেতর কখনো গন্ডারের মতো ট্যাঙ্ক ঢুকে পড়ে। রক্তের ভেতর খোঁচা দিতে থাকে বিষাক্ত বেয়নেট। একটা পোকা ভোঁভোঁ করতে থাকে রক্তনালিতে। আমার ঘুম আসেনা। কিন্তু যখন ছোট ছিলাম, রাড়িখালে ছিলাম, ছিলাম পুকুরের তুলতুলে হাসের মতো, পুকুরের সরপুঁটির মতো, বৃষ্টির ফোঁটার মতো, কুমড়ো লতার মত, উশশির বেগুনি ছোট্ট ফুলের মত, তখন এমন হতো না। তখন লাফিয়ে পড়তাম বিছানায় আর ঝাঁপিয়ে পড়তাম ঘুম আর স্বপ্নের দিঘিতে। মা এখন আর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে ছড়া কাটেনা। আমার শিথানে বসে মা আর জোৎস্নার মত রূপকথা বলে না। আমার এলোমেলো চুলের ভেতরে এখন আর তার যাদু-আঙ্গুল ঘুম বোনে না। তাহলে কেন আমার ঘুম হবে? মায়ের আঙ্গুলের ছোঁয়া না পেলে আমি জেগে থাকবো দশ হাজার বছর। তার ছড়া আর রূপকথা আমার শিথানে না বাজলে জেগে রইবো দশলাখ বছর। মার ঠোঁটের একটু পরশ না পেলে আমি জেগে থাকবো চিরকাল। আমাকে কে যেন একবার শিখিয়ে দিয়েছিল নিজেকে ঘুম পাড়ানোর একটি বিলেতি কৌশল। বলেছিলো, যদি ঘুম না আসে, তবে চোখ বুজে তুমি গুনতে থাকবে শাদা শাদা মেষ--- একটি... দুটি... একশটি...; এবং দেখবে একসময় চোখ জুড়ে নেমেছে ঘুম। ওই বিলেতি কৌশল কোন কাজে লাগেনি আমার : আমি অবাস্তব মেষ গুনে গুনে ঘেমে উঠেছি। অনেক মেষ আমার চোখের সামনে দিয়ে একে অপরকে অনুসরণ করে কোন উপত্যকা, কোন নদীর তীর, কোনো সবুজ ঘাসের দেশের দিকে চলে গেছে। আর আমি বিছানায় পড়ে থেকেছি ক্লান্ত রাখালের মত ঘুমহীন। হঠাৎ এক রাতে মায়ের দোয়ার মতো, তার ছড়া-রূপকথা-আঙ্গুল আর ঠোঁটের ছোঁয়ার মতো নিজেকে ঘুম পাড়ানোর একটি কৌশল পাই আমি। বিছানায় গা এলাতেই মনে হয় যেন আমি শুয়ে আছি আমাদের উত্তর ভিটের টিনের ঘরে, টিনের চালের উপর ডাল ছড়িয়ে আছে একটি খেজুর গাছ; আর একটি আম গাছ। একটু দূরে দাদার কবরের উপর কুড়িফুল গাছের ঝোপ। এমন সময় নামলো শ্রাবণের গাঢ় ঘন মেঘ---বৃষ্টি। আমি একটি কাঁথা টেনে জড়িয়ে নিলাম নিজেকে, উমে ভরে উঠল গা। Photo credit: Dianaphile #bookstagram #books #banglabooks #literature #banglaliterature #humayunazad #novel #biography #autobiography #banglanovel #bookstagrammer #book #bangla #bengalinovel #bangladesh

1/13/2024, 5:38:34 PM

"তুমি জানো না, কোনোদিন জানবে না, কেমন লাগে একটি নড়োবড়ো বাঁশের পুলের ওপর দাঁড়িয়ে কালো জলের দিকে তাকিয়ে থাকতে। তুমি শিশির দেখো নি, কুয়াশা দেখো নি, কচুরি ফুল দেখো নি। তুমি ধানের শীষ দেখেছো টেলিভিশনে, চিল দেখেছো ছবির বইতে। নালি বেয়ে ফোঁটা ফোঁটা খেজুরের রস ঝরতে দেখো নি, পুকুরে দেখো নি মাছের লাফের দৃশ্য। তুমি জানো না কেমন লাগে উথাল-পাতাল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে, আর কেমন লাগে একটি পাখির পেছনে ছুটে ছুটে সকালকে দুপুরের দিকে গড়িয়ে দিতে। আমি জানি; - না আমি জানতাম।" - ফুলের গন্ধে ঘুম আসেনা, হুমায়ুন আজাদ শৈশবের গল্পগুলো এমন মায়াময় কেন?! 🖤 . . . . . #bookstagrambd #readersofinstagram #instagram #book #bookblogger #bookstafeatures #bookstagramfeature #bookstagram #bookishfeatures #bibliophile #booksbooksbooks #bdbloggers #bookblog #booknerdigans #dainaphile #bookishglee #read #bookworm #bookphotography #humayunazad #fulergondheghumashena

1/11/2024, 9:47:59 AM

দীর্ঘদিন আমি এমন কবিতার বই পড়ি নি যেখানে প্রত্যেকটি কবিতা একে অপরকে চ্যালেঞ্জ করে বলে, -' আমি কী তোমার থেকে বেশি ব্যথা জাগানিয়া না? আমার প্রেম কী 'হৃদয়ে বাজিল সুখের মতো ব্যথা'র মতন না? আমার প্রত্যাখ্যান কী ' ঝরা ফুল আর ফেরে না শাখায়' - এমন না? এই বইয়ের সবথেকে সুন্দর কবিতা মনে হয় এই বইয়ের উৎসর্গে লেখা হয়েছে- 'মনে মনে কথা বলি,একা—লতা,পাতা, শুকনো ঘাস,ধুলো,শূন্য,নিরর্থক,, ' হুমায়ুন আজাদকে আমার মনে হয় বাঙলার সবথেকে শক্তিশালী মেটাফোর লেখক-কবি। 'পেরোনোর নেই কিছু' বইটি আদ্যোপান্ত নিঃসঙ্গ মানুষের কবিতা। নিঃসঙ্গ, নিঃসঙ্গ, নিঃসঙ্গ,,,,,,, একজন মানুষ যে ভালোবাসে,ভাবে,চিন্তা করে, লেখে, প্রকাশ করে, আপন করতে জানে কিন্তু তাকে সবাই দিনশেষে টিস্যু পেপারের মতন ইউজ করে।তবুও সে ভালোবাসে।তার দীর্ঘওওওওওওওশ্বাসের কথা এক সে ছাড়া কেউ জানে না।তাই একজায়গায় কবি লিখছেন- ' নিজেকে নিঃশব্দ করি যদি কোনোদিন তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারি।' কিন্তু সে জানে, সে যতই নিঃশব্দ হোক কিংবা সশব্দ হোক সে কখনো তাৎপর্যপূর্ণ হবে না। তাই আরেক জায়গায় কবি লিখছেন- 'আজ পেরোনোর কিছু নেই,বসে আছি— স্তদ্ধ,শুনি শূন্য বাতাসের শব্দ, দেখি অন্ধকার নেমে আসে মাঠে জলে শস্যে শব্জিতে।' নিঃসঙ্গ হলে কোথাও যাওয়ার থাকে না। তখন প্রকৃতির কত কোলাহল নিবেদন ধরা পড়ে তবুও সেগুলো আসলে বিশেষত্বহীন। তারপর এক সময় মানুষকে এত বেশি পর মনে হয়, এত ঘৃণা হয় মানুষের প্রতি তখনই প্রকৃতিকে বড় বিশেষত্বপূর্ণ লাগে আর কবির মত বলতে হয়- ' মানুষ সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে; অতিশয় দূরে বেঁচে আছি, পথের কুকুর দেখে মুগ্ধ হই, দেখি দূরে আজো ওড়ে মুখর মৌমাছি। ' কিন্তু তারপরও পুরোপুরি নিঃসঙ্গ হতে পারি না আমরা যতক্ষণ পর্যন্ত সেই বিশেষ মানুষটি আমাদের জীবনে না আসে।তাই কবি বলছেন- ' তুমি এসে যেই আঙুল ছুঁইয়ে আমাকে ক’রে তুললে সুস্থ,স্বাস্থ্যবান, তার পর থেকে আমি হয়ে উঠলাম প্রকৃত নিঃসঙ্গ, হয়ে উঠলাম বাঙলার একমাত্র ভিখিরি, হয়ে উঠলাম পৃথিবীর একমাত্র অচিকিৎস্য রোগী।' আজ থেকে 'পেরোনোর কিছু নেই' বইটি আমার অন্যতম প্রিয় একটি কবিতার বই। #poetry #banglakobita #book #instabook #poem #humayunazad #lovepoetry #photography #bookphotography #reviewbook #mustreadbook #bangladesh #literaturelover

9/23/2023, 6:00:03 PM

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা। ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো।  – হুমায়ুন আজাদ . . #natureshots #naturelover #naturelovers #naturephotography #nature #naturegeography #trending #travel #photography #trip #clouds #cloud #life #enjoy #landscapephotography #landscape #landscapelovers #picoftheday #peace #soul #westbengal #village #villagephotography #poetry #humayunazad #banglakobita

9/1/2023, 3:58:57 PM

উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি ঠুকছে দুই হাতে,,,,,,, কিছুতে ঘুমোতে পারছিনা আমি, দিনে কিংবা রাতে,,,,,, মিস্ত্রি, দ্রুত করো, তুমি কাজ শেষ করো তাড়াতাড়ি, যাতে আমি অবশেষে শান্তিতে ঘুম যেতে পারি,,,,,,, #humayunazad

8/25/2023, 7:38:11 PM

Yesterday, 12 August, was the death anniversary of Dr. Humayun Azad, a professor of Bangla Department at the University of Bangladesh, an anti-traditionalist writer. Courageous atheists like him are rare to see in this subcontinent. We have deep respect for him. . . follow us : @exhinduatheistsorg #HumayunAzad #Bangladeshiatheist #Rationalist #Bangladeshirationalist #Atlanta #intellectual

8/13/2023, 5:37:36 PM

#humayunazad #quote

8/12/2023, 6:40:16 PM

I was casually taking a stroll through these picturesque roads, admiring the beauty of nature, enjoying the slight nip in the monsoon air, ‘airpods’ playing soft old classics in my ears; when suddenly it dawned upon me that the little things in life would always mean so much more to me than the mightiest of achievements - watching the sun set, a bird fly, taking a lovely evening stroll, having a good conversation, reading a book…. Remembering the lines by bengali poet Humayun Azad : “আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ছোট ঘাসফুলের জন্যে একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে একফোঁটা বৃষ্টির জন্যে…” This loosely translates to, I would probably die for the tiniest of things, For a little grassflower, For a wobbly dewdrop; I might die for the lone little petal Floating in the wisps of the early summer winds, Or for a small marble of a raindrop… . . . . . . #walk #green #littlethings #little #small #life #poem #bangla #humayunazad #bangladesh #bengali #poetry #thoughts #monsoon #evening #rain #banglakobita

8/12/2023, 6:27:57 PM

BOOK REVIEW: I Remember Abbu by Humayun Azad, translation by Arunava Sinha 'Bangladesh, 1971: the war of independence from Pakistan has torn through peaceful villages and turned life upside down. In the midst of war, one young girl holds on as she discovers the world’s unpredictability. During her father’s prolonged absence, she reminisces about the essence of her abbu, an esteemed professor, loving community leader, and now unexpected warrior.' What a sweet and sad novella! The story uses the relationship between father and daughter to talk about the Bangladesh war for independence. Through small moments of family life, Azad is able to recreate the impact of the struggle for freedom on the ordinary people fighting for it. The lyrical writing style is interesting, balancing the simplicity of child's speech with an almost poetic rhythm. An interesting read, different to anything else I've read for a while. ⭐️⭐️⭐️⭐️ #irememberabbu #humayunazad #historicalfiction

8/3/2023, 5:26:26 PM

আব্বুকে মনে পড়ে হুমায়ুন আজাদ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।পড়তে খুব আরাম লাগলো কারণ মনে হলো খুব ছোট কেউ একজন তার আব্বুকে নিয়ে কি কি ভাবে সেটা সহজ করে লেখা।৪ বছর বয়স পর্যন্ত গল্পের লেখক তার আব্বুকে দেখেছে।সেই অবধি তার যা স্মৃতি সেটাই পেলাম বইতে।মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি মিলিটারিদেরকে তার কাছে দৈত্য-দানব মনে হত।এদের সাথে যুদ্ধ করার জন্যই তার আব্বু একদিন বেড়িয়ে পড়ে কিন্তু আশায় আশায় বসে থেকেও আব্বু আর ফিরে আসে না। ৪ বছর বয়স পর্যন্ত আব্বুকে সে যা দেখেছে তাতে আব্বুকে আবছা আবছা মনে পড়ে আবার মনে পড়ে না।এজন্য লেখক বারবার লিখেছেন-আব্বুকে আমার খুব মনে পড়ে,কারণ আব্বুকে আমার মনে পড়ে না।আর এই কথাটার গভীরতা এতটাই বেশি যে বারবার আমার চোখ ঝাপসা হয়ে উঠেছে।সুন্দর একটা বই #instabooklovers #instagrambd🇧🇩 #bookblogger #bookalcoholic #bookworm #humayunazad #muktijuddho #instagood #instagrambd🇧🇩 #instagrambooks

7/13/2023, 8:16:11 AM

। । । । । । । । । । । । #bangla #banglaquotes #banglakobita #banglakobitagram #humayunazad #humayunazadbooks #bookstagram #kobitapoem

4/12/2023, 6:26:16 PM

🇧🇩Bangladesh🇧🇩 I Remember Abbu by Humayun Azad This book was originally published in 1989, only 18 years after Bangladesh gained independence from Pakistan. It's a beautifully written book, written from the perspective of a young child too young to grasp what is war and death. In addition to the little girls point of view, we also read excerpts from her father's diary, describing what's going on in Bangladesh around the time the country gained its independence. I learned a lot from this book. I did not know much about the history or of the people of Bangladesh. Fx, I did not know that the country was named after the language. It's a short but informative read, and I'll recommend it to anyone interested in Bangladesh.

3/26/2023, 7:31:26 PM

"যে -বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে-বই তুমি পড়বে। যে-বই জ্বালে ভিন্ন আলো তোমাকে শেখায় বাসতে ভালো সে-বই তুমি পড়বে।" #humayunazad #happyreading

2/15/2023, 6:40:29 AM

I Remember Abbu by Humayun Azad, translated from the Bengali by Arunava Sinha Written for young readers to initiate them to the horrors of Bangladesh's Liberation War, I Remember Abbu had me weeping by the time I finished reading it. A six-year-old girl remembers the moments she spent with her father—from the day of her birth till his disappearance. She remembers how he always treated her with dignity and indulged in her curiosity. The days are happy but the hunger for freedom is insatiable, and when the time comes to take to the streets, the child will realise that freedom always comes at a price. Since the story is so much similar to Azad's own life (and many others like him), the tragedy of the war appears that much more incomprehensible and heartbreaking. Sabyasachi Mistry's illustrations empathetically narrate the story in pictures. Wonderfully translated by Arunava Sinha, I Remember Abbu will quite likely be one of my top ten reads of this year. Should you read it? Absolutely. ⭐⭐⭐⭐⭐ #iremememberabbu #humayunazad #arunavasinha #bengali #english #translation #literaturenintranslation #fiction #bangladesh #igbooks #igreads #bookreview #booksofig #booksofinstagram #bookstagram #childrensbooks

2/15/2023, 5:30:02 AM

শ্রেণীসংগ্রাম --হুমায়ুন আজাদ #favourite #poem #poetry #banglapoetry #humayunazad

1/22/2023, 9:05:33 PM

ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস। তার থেকে চোখ ফিরিয়ে নেয়াও সাহস। এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক। আমি কিছু চাই বলাটা সাহস। আবার আমি কিছুই চাই না বলাও সাহস। এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, বেঁচে থাকাটাই এক প্রকান্ড দুঃসাহস। . . . . . . . #sahos #humayunazad #selfportrait #selflove #fridaymood #retrovibes #70s #bengali #mobileclick #instafit #instagood #instagamer #instagram

1/20/2023, 2:25:15 PM

Coming soon #humayunazad #shafiulmawla #acousticpoetry

1/15/2023, 9:54:38 AM

#"পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই"# ছোটবেলায় কবে বড়ো হবো, তার স্বপ্নে বিভোর ছিলাম। পড়াশোনার ব্যস্ততা, আব্বুর কড়া শাসন, সীমাবদ্ধতা- এগুলো থেকে কবে ছুটি পাবো, তার চিন্তায় ব্যতিব্যস্ত ছিলাম। ভাই রে ভাই, বড়োদের কী মজা, কারো কাছে জবাবদিহিতা নেই, নিজের ইচ্ছেমতো যা খুশি তাই করতে পারা যায়- -চাইল্ডিশ চিন্তা ভাবনা বৈ আর কিছু না! আমি আব্বুকে প্রশ্ন করতাম, ছুটি হবে কখন? আব্বু বলতো, আগে কলেজে ওঠো, কলেজ শেষ হলে বলতো, আরেহ ভার্সিটিতেই তো আসল ছুটি ( 😮‍💨)। কিন্তু আম্মু মুখে অদ্ভুত হাসি নিয়ে বলতো, ছুটি নিজের কাছে। ছুটি মানে কী? রেস্ট নেওয়া, না কি ঘুরতে বের হওয়া, না কি নেটফ্লিক্স & চিল?? আর নিজের কাছে মানেই বা কী? বুঝতে অনেক সময় লেগেছে। ছুটি হলো আনন্দিত হওয়া- সেটা যেটাই হোক, যে সময়ে হোক। কাছের মানুষের পাশে থাকা, বই পড়া, আনিমে দেখা, খুনসুটি করা- এগুলো আমার ছুটি! হোক না সারাদিন কাজে ব্যস্ত, হোক না পড়াশোনার প্রেশার - নিজে আনন্দিত না হলে সব মাটি! তুমি আনন্দিত থাকলে, অন্যকেও আনন্দ দিতে পারবে। আনন্দ কোথায় পাওয়া যায়- যা দিয়ে আমাদের ছোটবেলার আনাচ কানাচ ভরপুর ছিলো!? তাহলে কি আমি এখন রিগ্রেট করছি কেন ছোটোবেলায় বড়ো হতে চেয়েছিলাম -এই ভেবে? এখন কি আমি আর আনন্দিত নই? নাহ! আমি তো ছোটবেলার অনেক কিছু যেমনি মিস করি, গতবছরেরও অনেক কিছু তেমনি মিস করি৷ মনে হয় আগামীকালও আজকের দিনটাকে মিস করবো! প্রতিটি মুহূর্তই তো স্মৃতি, গুরুত্বপূর্ণ- তো তারা ভালো থাকুক। আর থাকুক তোমাদের সবার সবকিছু! আশা রাখছি, দোয়া করছি- ভালো থাকুক গতদিনগুলি, আজ, ভালো থাকুক কাল, আর কবির কবিতা, লেখকের বলা-না বলা শব্দগুলো, ভালো থাকুক প্রকৃতির রূপ, ভালো থাকুক সুচিন্তা, দুরন্তপনা, বিষণ্ণতা, ক্লান্তি, ভালো থাকুক খোদার রহমতগুলো, ভালো থাকুক ভালো যে কোন কিছু। আজাদ স্যারও কিন্তু ঐকমত্য প্রকাশ করেছেন- "ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, ভালো থেকো কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।। " ভালো কাটুক সময়। #bookstagrambd🇧🇩 #igread #bookdragon #humayunazad #banglaliteraturebd #phoolergondheghumashena #nostalgia #happiness #holiday #noon #ontheroad #beautiful #bookphotography #bookaesthetic #favplace❤️ #bookhoarder #bengalibooks #bibliophile

12/28/2022, 12:46:33 PM

Translated from the Bengali edition titled ‘Abbu K Mone Pore’ into English by Arunava Sinha, I Remember Abbu is a soul-stirring tale, told from the perspective of a little girl who used to share a deep bond with her father, but who hasn’t seen her father for 16 odd years. At the heart of the novel is a heart-warming story of a father-daughter duo, who were deeply bonded to one another, doted, cared and looked after each other. When one peeks into the text to read between the lines, then one can see that it goes beyond a simple story of a child who misses her father’s presence. Instead, it also unravels the tale of the birth of a nation and its many children who have met with a similar fate. Read more on www.bookgeeks.in Review by @tasnimayasmin #irememberabbu #humayunazad #humayunazadbooks #bangaliliterature #bangladeshiliterature #transaltedfrombengali #bengalibookstagram #bengalibooks #bengaliliterature #bookreview #bookrecommendations #booksonbangladesh #bookgeeks #bookgeeksindia #bookblogger #bookblog #indianbookblogger #indianbookbloggers #historicalfiction #historicalfictionbook #historicalfictionbookstagram #southasianliterature #southasianliteratureintranslation #southasianlit

11/25/2022, 9:27:43 AM

#boiline #humayunazad #quotes

11/18/2022, 5:00:21 PM

তুমি দেবী নও, দাসী নও, তুমি নারী 🌼 . . . . . . . . . . . . . . . . . . . . #bandarban #banglabooks #banglabookstagram #banglabookslover #nari #humayunazad #banglaboi #bengalibooks #bengalibookstagrammer #bengalibookrecommendation #bdbookstagramers #dhakagirl #bangladeshigirls #bookstagram #booklover #booknerd #bookaddict #bookphotography #bangladeshibloggers #bdcommunity🇧🇩🔗iggrowingcommunity🇧🇩♻️ #bdcommunity🇧🇩🔗 #banglabooks #forbiddenbooks

10/12/2022, 4:01:20 PM